ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আমিন জুট মিল শ্রমিকদের প্রতীকী অনশন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
আমিন জুট মিল শ্রমিকদের প্রতীকী অনশন আমিন জুট মিল শ্রমিকদের প্রতীকী অনশন।

চট্টগ্রাম: ২০১৫ সালের জাতীয় মজুরি কমিশন অনুযায়ী বেতন ভাতাসহ ১১ দফা দাবিতে ভুখা মিছিলের পর এবার প্রতীকী অনশন করছেন আমিন জুট মিলের শ্রমিকরা।

বুধবার (২৭ নভেম্বর) সকাল আটটায় মিল গেটে অনশন শুরু করেন শ্রমিকরা।

এ সময় বক্তব্য দেন সংগ্রাম পরিষদের সদস্য সচিব ও আমিন জুট মিল সিবিএ সভাপতি আরিফুর রহমান, শ্রমিক নেতা মো. মোস্তফা, শামসুল আলম, সিরাজুল ইসলাম, আশিকুর রহমান, দপ্তর সম্পাদক কামাল উদ্দিন প্রমুখ।

কামাল উদ্দিন বাংলানিউজকে জানান, সরকার গতকাল বিজেএমসিকে ১০০ কোটি টাকা দিয়েছে নভেম্বর পর্যন্ত বকেয়া বেতন ভাতা পরিশোধের জন্য। এটা আমাদের ৩ নম্বর দাবি।

আমাদের প্রধান দাবি, জাতীয় বেতন স্কেলে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের অন্তর্ভুক্ত করা।

বিকেল ৪টা পর্যন্ত অনশন কর্মসূচি চলবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।