ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

দুদকের পাতা ফাঁদে ঘুষের টাকাসহ গ্রেফতার এক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২৬, ডিসেম্বর ২৫, ২০১৯
দুদকের পাতা ফাঁদে ঘুষের টাকাসহ গ্রেফতার এক গ্রেফতার মো. আল মামুদ হোসেন

চট্টগ্রাম: ঘুষ গ্রহণের সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে গ্রেফতার হয়েছেন আমদানি-রফতানি নিয়ন্ত্রক কার্যালয়ের এক কর্মকর্তা।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে আগ্রবাদ সরকারী কার্যভবন-১ এর ৩য় তলায় আমদানি-রফতানি নিয়ন্ত্রক কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. আল মামুদ হোসেন নওগাঁ জেলার মান্দা থানার প্রসাদপুর এলাকার লোকমান আলীর ছেলে।

তিনি চট্টগ্রাম আমদানি-রফতানি নিয়ন্ত্রক কার্যালয়ের সহকারী নিয়ন্ত্রক পদে কর্মরত বলে জানা গেছে।

মো. আল মামুদ হোসেনের কাছ থেকে ঘুষ হিসেবে গ্রহণ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এ টাকা এক ব্যবসায়ীর কাছ থেকে লাইসেন্স নবায়ন বাবদ গ্রহণ করেছিলেন তিনি।

দুদক সমন্বিত জেলা কার্যালয়-২ এর সহকারী পরিচালক মো. হুমায়ুন কবীর বাংলানিউজকে বলেন, লাইসেন্স নবায়নের জন্য আজিমুল ইসলাম নামে এক ব্যক্তির কাছে আল মামুদ হোসেন ১৮ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন। ঘুষের টাকা না দিলে লাইসেন্স নবায়ন হবেনা বলে জানিয়ে দেন। পরে আজিমুল ইসলাম দুদকে অভিযোগ করেন। সত্যতা যাচাই শেষে মঙ্গলবার বিকেলে ওই ব্যক্তির কাছ থেকে ১৫ হাজার টাকা ঘুষ গ্রহণের সময় আল মামুদ হোসেনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় মো. আল মামুদ হোসেনকে আসামি করে দুদক সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা দায়ের করেন দুদক সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপ-সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।