ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

উৎসবমুখর শিল্পকলায় কবিতাময় দিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
উৎসবমুখর শিল্পকলায় কবিতাময় দিন বক্তব্য দেন সৈয়দ হাসান ইমাম।

চট্টগ্রাম: ‘চট্টগ্রাম কবিতার শহর’ এ প্রতিপাদ্য নিয়ে তিনদিনের কবিতা উৎসব চলছে নগরের জেলা শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে। বাচিক শিল্প চর্চার সংগঠন ‘তারুণ্যের উচ্ছ্বাস’ আয়োজিত এ উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার (২৭ ডিসেম্বর) ছিলো নানা আয়োজন।

এদিনে অনুষ্ঠান শুরু হয় সকাল ১০ টায়। শুরুতেই স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহ সভাপতি ইশতিয়াক কবির।

এরপর প্রভাতী আয়োজনে একক আবৃত্তি পরিবেশন করেন সমরজিৎ দাশ টুটুল, জসীম উদ্দীন বকুল, জয়দেব সাহা, আবু নাছের মানিক, বাছির দুলাল, সাব্বির আহমেদ, সুকান্ত গুপ্ত, মাহতাব সোহেল, ইমরান সাগর, সরওয়ার নাঈম, আসাদুজ্জামান রুবেল, দীপ্তরাজ দত্ত, জলি চৌধুরী, ইকবাল হোসেন জুয়েল, মাসুম বিল্লাহ আরিফ, রণধীর দে, এএসএম এরফান, তৈয়বা জহির আরশি, সুপ্রিয়া চৌধুরী, ঐশী পাল, মো. সেলিম উদ্দীন, শাহাদাত হোসেন, গার্গী দেব, রত্না চৌধুরী, সুষ্মিতা দত্ত, ইমাম হোসাইন, এএফ ফাহিম, সাফা মারওয়া, রবি ভৌমিক, আফরোজা চৌধুরী।

কবিতাপাঠ করেন কবি আলী প্রয়াস, শেখর দেব, সারাফ নাওয়ার, আজিজ কাজল, খালেদ হামিদী, সাথী দাশ।

ছড়াপাঠ করেন ছড়াকার আখতারুল ইসলাম, আবুল কালাম বেলাল, বিপুল বড়ুয়া, লিটন কুমার চৌধুরী, উৎপল কান্তি বড়ুয়া।

দিনের বৈকালিক আয়োজনে বিকেল ৩টায় শিল্পকলা থেকে বের হয় ‘কবিতার মিছিল’ শিরোনামের শোভাযাত্রা। জাতীয় পতাকা, রঙিন ফেস্টুন ও কবিতার নানা প্লেকার্ড হাতে বর্ণিল শোভাযাত্রাটি শিল্পকলা থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার শিল্পকলায় এসে শেষ হয়।

মঞ্চের আয়োজন শুরু হয় বিকাল সাড়ে ৪টায় তারুণ্যের উচ্ছ্বাসের বৃন্দ আবৃত্তি ‘তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা’ পরিবেশনার মধ্য দিয়ে। এরপর মঞ্চে ছিল কথামালা এবং উৎসব স্মারক সংকলন প্রকাশ। তারুণ্যের উচ্ছ্বাস স্থায়ী পরিষদ সদস্য কবি মোহাম্মদ জোবায়েরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু তলাপাত্রের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য বেলায়েত হোসেন, জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল হক আজাদ এবং মাসুদুজ্জামান।

দ্বিতীয় দিনের আবৃত্তিতে অংশ নেন শম্পা দাশ, স্মিতা ভট্টাচার্য, মীর বরকত, দেওয়ান সাঈদুল হাসান, মাহিদুল ইসলাম, মাশকুর এ সাত্তার কল্লোল, ফয়জুল্লাহ সাঈদ, মাসুম আজিজুল বাসার, নাজমুল আহসান, মজুমদার বিপ্লব, তামান্না তিথি, শাহেদুল ইসলাম, শুভাশীষ শুভ, রহমান বাবু, শারমিন মুস্তারী নাজু, ফরিদ উদ্দীন মোহাম্মদ, সায়াহৃ চক্রবর্ত্তী, কারিশমা কবির ঐশী, মো. মুফরাত হোসাইন, শ্রাবণী দাশগুপ্তা, মৌ দত্ত।

কবিতাপাঠ করেন কবি অভীক ওসমান, মোহন রায়হান, নাজিমুদ্দীন শ্যামল, ওমর কায়সার, কামরুল হাসান বাদল, বিশ্বজিৎ চৌধুরী, শামীম হাসান, মানজুর মুহাম্মদ, মনিরুল মনির, ফরিদা ইয়াসমিন সুমি, শাহীন মাহমুদ, রিমঝিম আহমেদ, পুলক পাল, মোজাম্মেল মাহমুদ, আখতারী ইসলাম।

উৎসবের সমাপনী দিন শনিবার আয়োজনের শুরুতেই থাকছে শিশু উৎসব। এতে প্রধান অতিথি থাকবেন দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব জয়ন্ত চট্টোপাধ্যায়। এদিন একক ও বৃন্দ আবৃত্তি পরিবেশন করবেন বোধন আবৃত্তি পরিষদ, দৃষ্টি চট্টগ্রাম, উচ্চারক আবৃত্তি কুঞ্জ, শৈশব বাচিক চর্চা কেন্দ্র, অযান্ত্রিক বাচিক চর্চালয়, ছায়াতরু আবৃত্তি ও চারুকলা অনুশীলন কেন্দ্র, একুশ আবৃত্তি ও মানবিকতা চর্চা কেন্দ্র এবং তারুণ্যের উচ্ছ্বাসের শিশুশিল্পীরা।

এরপর আবৃত্তি পরিবেশন করবেন ভারতের কলকাতা থেকে আমন্ত্রিত শিল্পীরা। তিনদিনের এ উৎসবের সহযোগিতায় রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ভারতীয় সহকারী হাই কমিশন চট্টগ্রাম, সাওল হার্ট সেন্টার, ম্যাক্স গ্রুপ এবং এসকেএফ।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।