ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রেলস্টেশনে টিকিটসহ কালোবাজারি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
রেলস্টেশনে টিকিটসহ কালোবাজারি গ্রেফতার রেলস্টেশন থেকে টিকিটসহ কালোবাজারি গ্রেফতার

চট্টগ্রাম: চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে বিভিন্ন আন্ত:নগর ট্রেনের ১১টি আসনের ৮টি টিকিটসহ মো. মিজানুর রহমান (৩৮) নামে এক কালোবাজারিকে গ্রেফতার করেছে রেলওয়ের নিরাপত্তাবাহিনী (আরএনবি)।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।

মিজানুর রহমান বি-বাড়িয়া জেলার কসবার নেমতাবাদ এলাকার মো. আবু তাহেরের ছেলে।

আরএনবির সহকারী উপ-পরিদর্শক মো. শওকত হোসেন সজল বাংলানিউজকে জানান, মহানগর এক্সপ্রেস ট্রেনের দুটি, চট্টলা এক্সপ্রেস ট্রেনের দুটি ও তূর্ণা এক্সপ্রেসের ৪টি ট্রেনের ১১টি আসনের টিকিটসহ ওই কালোবাজারিকে গ্রেফতার করা হয়।

আরএনবির পরিদর্শক আমান উল্লাহ আমান বাংলানিউজকে বলেন, ওই টিকিট কালোবাজারিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কালোবাজারি রোধে আরএনবির বিশেষ টিম কাজ করছে এবং অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।