মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
একই ঘটনায় আল আমিন (২৬) নামে আরও এক যুবক ছুরিকাঘাতে আহত হয়েছে।
ঘটনার পরপরই পুলিশ হত্যার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে।
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বাংলানিউজকে বলেন, শেরশাহ এলাকায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রিপন নামে এক যুবক খুন হয়েছে। আরও একজন আহত হয়েছে। দুইজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রিটন সরকার বলেন, শেরশাহ এলাকায় একটি মেজবানে গিয়েছিল রিপন ও তার বন্ধুরা। মেজবান থেকে ফেরার পথে তাদের ওপর হামলা করে বলে স্থানীয়রা জানিয়েছে।
বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২০
এসকে/এসি/টিসি