বুধবার (০১ জানুয়ারি) সকালে নগরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বই উৎসবে গিয়ে দেখা গেছে এ চিত্র।
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে জেলার ৬ হাজার ৪৫৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২২ লাখ ৫ হাজার ৯৬৩ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হচ্ছে ২ কোটি ২ লাখ ১ হাজার ৯২০টি নতুন বই।
বুধবার সকালে নগরের অংকুর সোসাইটি স্কুলে শিক্ষার্থীদের নতুন বই তুলে দেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, প্রাথমিক পর্যায়ে মোট ৪৮ লাখ ১৪ হাজার ২০৪টি বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। জেলার ৪ হাজার ৩৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১০ লাখ ১৮ হাজার ২২০ জন শিক্ষার্থী নতুন বই পাবে।
মাধ্যমিক জেলা শিক্ষা কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, মাধ্যমিক পর্যায়ে (ইবতেদায়ী ও মাদ্রাসাসহ) জেলার মোট ১১ লাখ ৮৭ হাজার ৭৪৩ শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হবে। মহানগরের ৬টি থানা ও ১৪টি উপজেলাসহ জেলার মোট ২ হাজার ৬৬টি মাধ্যমিক পর্যায়ের (মাদ্রাসাসহ) শিক্ষাপ্রতিষ্ঠানে ১ কোটি ৫৩ লাখ ৮৭ হাজার ৭১৬টি বই বিতরণ করা হবে।
উল্লেখ্য, ২০১০ সাল থেকে বছরের প্রথম দিন বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম শুরু করে বর্তমান সরকার।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২০
এসি/টিসি