বুধবার (১ জানুয়ারি) ভোরে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার মো. ইমরান হোসেন শওকত বাকলিয়া থানার আবদুল লতিফ হাট ইউসুফ সওদাগর বাড়ির মো. আবুল কাশেমের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বাংলানিউজকে বলেন, সিলভার প্যালেস কমিউনিটি সেন্টারের সামনে থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ মো. ইমরান হোসেন শওকত নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২০
এসকে/টিসি