ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নতুন বই নিয়ে বাসায় ফেরা হলো না রেশমার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২০
নতুন বই নিয়ে বাসায় ফেরা হলো না রেশমার

চট্টগ্রাম: সহপাঠীদের সঙ্গে স্কুল থেকে নতুন বইও নিলো। কিন্তু সেই বই নিয়ে বাসায় ফেরা হলো না পতেঙ্গার মীর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী রেশমা আক্তারের (১০)। তার আগেই ঘাতক ট্রাক প্রাণ কেড়ে নিলো।

বুধবার (১ জানুয়ারি) সকাল ১১টায় পতেঙ্গার কাটগড় এলাকার সি-বিচ মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

রেশমা আক্তার কাঠগড় এলাকার মো. শাহনু মিয়ার মেয়ে।

এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার পরিবারের বরাত দিয়ে বাংলানিউজকে বলেন, স্কুল থেকে বই নিয়ে বাসায় ফেরার পথে পেছন দিক দিয়ে ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহত হয়।

পরে মুমূর্ষ অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২০

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।