ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মাস্টারদা’র আবক্ষ মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
মাস্টারদা’র আবক্ষ মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি মাস্টারদা’র আবক্ষ মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি

চট্টগ্রাম: মাস্টারদা সূর্য সেন’র ৮৬তম ফাঁসি দিবসে শহীদ আসাদ স্মৃতি সংসদ চট্টগ্রাম ও শহীদ অধ্যক্ষ শান্তিময় খাস্তগীর স্মৃতি পরিষদ চট্টগ্রামের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) জেএম সেন হল প্রাঙ্গণে সূর্য সেনের আবক্ষ মূর্তিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এসময় অধ্যক্ষ শ্রীমতি বিজয় লক্ষ্মী দেবী, শহীদ পরিবার কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া, এলার্ট অ্যান্ড অ্যাডভান্স এর কেন্দ্রীয় চেয়ারম্যান আকতার হোসেন রানা, বীরপ্রতীক দুদু মিয়া ক্রীড়া সংস্থার কোরবান আলী বাবু, শহীদ আসাদ স্মৃতি সংসদ চট্টগ্রামের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন বকুল, শহীদ অধ্যক্ষ শান্তিময় খাস্তগীর স্মৃতি সংসদের বিকাশ দাশ বিশু, সাইফুর রহমান, অচ্যুতানন্দ ওয়াদ্দেদার, আবু তাহের চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া বলেন, উপমহাদেশে ব্রিটিশবিরোধী আন্দোলনের মহানায়ক সূর্য সেন এর নেতৃত্বে ১৯৩০ সালের ১৮ এপ্রিল চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠনের মধ্য দিয়ে এদেশে ব্রিটিশ শাসনের ভিত কেঁপে উঠেছিল। সূর্য সেন, গণেশ ঘোষ, প্রীতিলতা প্রমুখ দেশদরদী বিপ্লবীদের কারণেই চট্টগ্রামকে বলা হতো অগ্নিগর্ভা চট্টগ্রাম, বীর প্রসবিনী চট্টগ্রাম, বিপ্লবীদের আন্দোলনের সুতিকাগার চট্টগ্রাম।

আজ আমরা সেই ইতিহাস ভুলতে বসেছি।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।