ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জন্মস্থানে মাস্টারদা’র ভাস্কর্যে ফুলেল শ্রদ্ধা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
জন্মস্থানে মাস্টারদা’র ভাস্কর্যে ফুলেল শ্রদ্ধা মাস্টারদা’র ভাস্কর্যে ফুলেল শ্রদ্ধা

চট্টগ্রাম: ব্রিটিশবিরোধী আন্দোলনের মহানায়ক মাস্টারদা সূর্য সেনের ৮৭তম ফাঁসি দিবসে বিপ্লবতীর্থ রাউজানের আবক্ষ মূর্তি ফুলে ফুলে ঢেকে যায়।

রোববার (১২ জানুয়ারি) সকালে সূর্য সেনের জন্মস্থান রাউজানে মাস্টারদা সূর্য সেনের আবক্ষ ভাস্কর্যে প্রথমে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর পক্ষে উপজেলা আওয়ামী লীগের নেতারা।

এরপর একে একে মাস্টারদা সূর্য সেন মেমোরিয়াল পাঠাগার, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, রাউজান বিশ্ববিদ্যালয় সরকারি কলেজ, রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদ, উপজেলা জন্মাষ্টমী পরিষদ, বাংলার মুখ, শিল্পকলা একাডেমি, রাউজান কলেজ ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, রাউজান ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

পরে রাউজান সরকারি কলেজ সংলগ্ন সূর্য সেন চত্বরে রাউজান মাস্টারদা সূর্য সেন মেমোরিয়াল পাঠাগারের সভাপতি শ্যামল কুমার পালিতের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে মাস্টারদা’র জীবন ও কর্মের ওপর আলোচনা করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, সহসভাপতি কামরুল হোসেন বাহাদুর, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, জমির উদ্দিন পারভেজ, রাউজান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, সাইফুল ইসলাম চৌধুরী রানা, হাসান মো. রাসেল, রেহেনা আফরোজ, শোয়াইব খান, আব্দুল লতিফ, মুক্তিযোদ্ধা সাধন পালিত, মুহাম্মদ মনছুর আলম, তপন দে, মো. মাসুদুল আলম, আবু ছালেক, এনামুল হক এনাম, জিল্লুর রহমান মাসুদ, সাখাওয়াত হোসেন পিবলু, অনুপ চক্রবর্তী, মো. আসিফ প্রমুখ।

এ সময় ইমরান হোসেন ইমু, আরমান সিকদার, ফয়সাল মাহমুদ, ওয়াহেদ বাবলু, ইমরাম হোসেন জীবন, সাবের হোসেন, মো. তানভীর চৌধুরী, রাজু দে, প্রদীপ শীল, শফিউল আলমসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ১৯৩৪ সালের ১২ জানুয়ারি প্রহসনমূলক বিচারে তৎকালীন ব্রিটিশ সরকার মাস্টারদা সূর্য সেনকে চট্টগ্রাম কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করলেও মাস্টারদার রেখে যাওয়া স্বাধীন স্বদেশের স্বপ্নকে হত্যা করতে পারেনি। মাস্টারদা সূর্য সেন বাঙালির মানসপটে চির জাগরূক বিপ্লবী চেতনার উৎস। চট্টগ্রামের যুব বিদ্রোহের মহানায়ক মাস্টারদা সূর্য সেন ভারতের স্বাধীনতা আন্দোলনকে এগিয়ে নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।