ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

এতিম ও পথশিশুদের সঙ্গে মেয়র নাছির

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
এতিম ও পথশিশুদের সঙ্গে মেয়র নাছির উপলব্ধিতে আশ্রয় পাওয়া ঠিকানাবিহীন শিশুদের সঙ্গে সেলফি তুলেন মেয়র নাছির

চট্টগ্রাম: সমাজের অবহেলিত, এতিম ও ঠিকানাবিহীন পথশিশুদের সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ সময় তিনি এসব শিশুর পরিবেশিত গান মনোযোগ সহকারে শুনেন এবং মোবাইল ফোনে তাদের সঙ্গে সেলফি তুলেন।  

শনিবার (১১ জানুয়ারি) রাতে নগরের ফিরিঙ্গিবাজারের সামাজিক সংগঠন উপলব্ধিতে এমন দৃশ্য দেখা যায়।

‘মানুষ মানুষের জন্য’ কালজয়ী এ গানে উজ্জীবিত হয়ে ঠিকানাবিহীন পথশিশুদের লালন, পালন, পড়াশোনা ও প্রশিক্ষণে কাজ করছে উপলব্ধি।

সংগঠনের কর্ণধার শেখ ইজাবুর রহমান। ফিরিঙ্গি বাজার মোড়ে অনুপ অ্যান্ড ব্রাদার্সের ভবনের চতুর্থ-ষষ্ঠ তলা ভাড়া নিয়ে গড়ে তোলা উপলব্ধিতে এখন রয়েছে ৬৫ পথশিশু।

পরিদর্শনের সময় মেয়র বলেন, বিশ্বের শিশুরা যেখানে অনিরাপদ সেখানে দাতা সংগঠনগুলো তাদের সাহায্যার্থে এগিয়ে আসেন।

সব সংগঠনকে ‘উপলব্ধি’র মতো আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান মেয়র।

তিনি বলেন, এ অবহেলিত-সুবিধাবঞ্চিত শিশুদের পাশে আমি আছি এবং আগামীতেও থাকব।

চসিক পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পথশিশুদের পড়ালেখার জন্য ভর্তি ফিসহ মাসিক বেতন মওকুফের ঘোষণা দেন মেয়র।

এ সময় উপস্থিত ছিলেন চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, মেমন মাতৃসদন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. প্রীতি বড়ুয়া, ডা. পলাশ, সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শেখ ইজাবুর রহমান, উপলব্ধির ব্যবস্থাপক শেলী রক্ষিত, ছাত্রনেতা তাজউদ্দীন রিজভী, সাইফুদ্দীন আহমেদ, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, তারাপদ দাশ, হুমায়ুন মোর্শেদ শাকিল, মো. মাসুম, সামিউল হাসান রুমন, আলাউদ্দীন বাপ্পী, অনিন্দ্য দেব, সাহেদ, ইজাজুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।