ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম স্টেশনের কাছে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২০
চট্টগ্রাম স্টেশনের কাছে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: রেলওয়ে স্টেশন থেকে একটু দূরে দোহাজারীগামী পিডিবির শাটল ট্রেন শান্টিং (এক লাইন থেকে অন্যলাইনে নিয়ে যাওয়া) করার সময় একটি বগির চার চাকা লাইনচ্যুত হয়েছে। তবে এতে ক্ষয়-ক্ষতির ঘটনা ঘটেনি।

বুধবার (০৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।

তেলবাহী এ ট্রেনটি সিজিপিওয়াই থেকে লোড হয়ে দোহাজারী যায়।

সকাল সাড়ে ৭টায় এক লাইন থেকে অন্য লাইনে নেওয়ার সময় ট্রেনটির গার্ড ব্রেকের বগির চার চাকা লাইনচ্যুত হয়। পরে রেলওয়ের প্রকৌশলীরা এসে দুপুর সাড়ে ১২টার দিকে সংস্কার করে চলাচলের উপযোগী করেন।  

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় একটি ওভারব্রিজ আছে যেখানে মানুষজন সিগারেট খেয়ে নিচে ফেলে। যেহেতু তেলবাহী ট্রেন, তাই ট্রেনটি নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার জন্য এক লাইন থেকে অন্য লাইনে প্রবেশ করছিলো, ওইসময় চারটি চাকা লাইনচ্যুত হয়।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২০
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।