ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেবে সিভাসু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেবে সিভাসু

চট্টগ্রাম: স্বাস্থ্যবিধি মেনে ও পারস্পরিক দূরত্ব বজায় রেখে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) বিভিন্ন অনুষদের চূড়ান্ত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

ইউজিসির সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার (১৫ ডিসেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫১তম অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিভাসু উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ।  

অ্যাকাডেমিক কাউন্সিলের সচিব ও রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম জানিয়েছেন, পরীক্ষা গ্রহণের জন্য অনুষদের ডিনরা সমন্বিতভাবে একটি সিডিউল প্রস্তুত করবেন।

সিডিউল অনুযায়ী পর্যায়ক্রমে প্রতি অনুষদের পরীক্ষা গ্রহণ করা হবে।  

অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা চলাকালীন আবাসিক হলসমূহ বন্ধ থাকবে। ছাত্রছাত্রীরা নিজ ব্যবস্থাপনায় পরীক্ষায় অংশগ্রহণ করবেন।   

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
এমআর/এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।