ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বঙ্গবন্ধুর মর্যাদার প্রশ্নে কোনো অপশক্তির সঙ্গে আপস নয়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
বঙ্গবন্ধুর মর্যাদার প্রশ্নে কোনো অপশক্তির সঙ্গে আপস নয়

চট্টগ্রাম: কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) নগরের মুরাদপুর এলাকায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড চত্বরে এই মানববন্ধর ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তীর সভাপতিত্বে সভায় সচিব প্রফেসর আবদুল আলীম, পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ, কলেজ পরিদর্শক প্রফেসর মো. জাহেদুল হক, বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী বক্তব্য দেন।

এ সময় উপ-সচিব মোহাম্মদ বেলাল হোসেন, উপ-কলেজ পরিদর্শক মোহাম্মদ হালিম, উপ-বিদ্যালয় পরিদর্শক আবুল বাশার, হিসাব রক্ষণ কর্মকর্তা একেএম ইকবাল হোসেন, অডিট অফিসার মৃনাল চন্দ্র নাথ, সিনিয়র সিস্টেম এনালিস্ট কিবরিয়া মাসুদ খান সহ বোর্ডের কর্মকর্তা, কর্মচারীরা অংশ নেন।

 

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের সংবিধানের অংশ। প্রজাতন্ত্রের সেবক হিসেবে বঙ্গবন্ধু ও সংবিধানের মর্যাদা রক্ষায় আমরা অতন্দ্র প্রহরীর মতো কাজ করে যাব।

তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মুক্তি সংগ্রামের মহানায়ক। বঙ্গবন্ধুর মর্যাদার প্রশ্নে কোনো অপশক্তির ষড়যন্ত্রের কাছে আপস করা হবে না।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।