ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সিভাসুতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সিভাসুতে মানববন্ধন

চট্টগ্রাম: কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ এবং দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) অফিসার সমিতি।  

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

 

সংগঠনের সভাপতি ডা. কাজী রোখসানা সুলতানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবু মোহাম্মদ আরিফের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে সিভাসুর কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, পরিচালক (অর্থ ও হিসাব) মো. আবুল কালাম, লাইব্রেরিয়ান মো. হাবিবুর রহমান, প্রধান প্রকৌশলী অচিন্ত্য কুমার চক্রবর্ত্তী, উপ-পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) খলিলুর রহমান এবং উপ-পরিচালক (অডিট) মো. ইয়াছিন চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।