ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সহকর্মীর ছুরিকাঘাতে যুবক খুন চট্টগ্রামে

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৫, ডিসেম্বর ২০, ২০২০
সহকর্মীর ছুরিকাঘাতে যুবক খুন চট্টগ্রামে প্রতীকী ছবি।

চট্টগ্রাম: নগরের পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় সহকর্মীর ছুরিকাঘাতে মো. আনোয়ার (২২) নামে এক যুবক খুন হয়েছেন।

শনিবার (১৯ ডিসেম্বর) রাতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বাংলানিউজকে জানান, একটি সিগারেট কোম্পানিতে চাকরি করতেন আনোয়ার। শনিবার রাতে সহকর্মীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে খুন করা হয়।

তিনি বলেন, এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে পেরেছে পুলিশ। তাদের ধরতে অভিযান পরিচালনা করছে আমাদের একাধিক টিম।

মো. আনোয়ার নগরের হালিশহর জে ব্লক এলাকার মো. সেলিমের ছেলে। তিনি মেরিস নামে একটি সিগারেট কোম্পানিতে সেলসম্যান হিসেবে কাজ করতেন।

বাংলাদেশ সময়: ০০১২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।