ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

তিন ঘণ্টার ব্যবধানে করোনায় প্রবাসী বাবা-ছেলের মৃত্যু

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
তিন ঘণ্টার ব্যবধানে করোনায় প্রবাসী বাবা-ছেলের মৃত্যু ইঞ্জিনিয়ার খাইরুজ্জামান ও ছেলে আবুল বাশার। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: নিউইয়র্কের ব্রুকলিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিন ঘণ্টার ব্যবধানে মৃত্যু হয়েছে প্রবাসী বাবা-ছেলের।

তারা হলেন- ইঞ্জিনিয়ার খাইরুজ্জামান ও ছেলে আবুল বাশার পান্না।

শনিবার (১৯ ডিসেম্বর) সকালে তারা মৃত্যুবরণ করেন বলে জানা গেছে।

এই প্রবাসীদের গ্রামের বাড়ি সন্দ্বীপে।

চট্টগ্রামের হালিশহর এ ব্লক ৮ নম্বর লেনের স্থায়ী বাসিন্দা তারা।

প্রবাসী সাংবাদিক শুভাশীষ বড়ুয়া বাংলানিউজকে জানান, বাবা-ছেলের মৃত্যুতে নিউইয়র্কের বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। সাম্প্রতিককালে করোনার সংক্রমণ বেড়ে গত এক মাসে নিউইয়র্কে ৭ জন বাংলাদেশীর মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।