ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘দেশ রূপান্তর’র ২য় বর্ষপূর্তি উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
‘দেশ রূপান্তর’র ২য় বর্ষপূর্তি উদযাপন প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা

চট্টগ্রাম: ‘দেশ রূপান্তর’ পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে পত্রিকাটির চট্টগ্রাম ব্যুরো অফিস।  রোববার (২০ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের সুলতান আহমেদ হলে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নগর প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলা ও পুলিশ প্রশাসন এবং পেশাজীবী, সাংস্কৃতিক, সাংবাদিক ও হকার্স নেতৃবৃন্দের উপস্থিতি ছিলেন।

 

দেশ রূপান্তরের চট্টগ্রাম ব্যুরো প্রধান ফারুক ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা।  

এ সময় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, জাতীয় দৈনিক দেশ রূপান্তর ২ বছরে চট্টগ্রামের পাঠকদের হৃদয়ে স্থান করে নিয়েছে।

এ অগ্রযাত্রা অব্যাহত থাকুক।  

নগর বিএনপির সভাপতি ও চসিক নির্বাচনে মেয়র পদপ্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেন, যেখানে খ্যাতিমান সাংবাদিক, যাদের লেখনীতে ধার আছে, সত্য সংবাদ নির্ভয়ে প্রকাশ করে। তারই একটি জাতীয় দৈনিক দেশ রূপান্তর। করোনাকালীন এই পত্রিকার সাংবাদিকেরা লেখনীর মাধ্যমে ভূমিকা রেখেছেন।

চসিক নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বলেন, সংবাদপত্রের মাধ্যমে জনগণ আসল সত্য ঘটনা জানতে পারে। তবে এখন অনেকে সাংবাদিক পরিচয় দেয়, তারা মনগড়া তথ্য দিয়ে বিভ্রান্ত করে। সত্যিকারের সাংবাদিকতা যারা করে তারা নিরলসভাবে শ্রম মেধা দিয়ে তাদের পেশাকে সমৃদ্ধ রেখেছে।  

অনুষ্ঠানের শুরুতেই চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) প্রশাসক ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. খোরশেদ আলম সুজন এবং সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, নগর বিএনপির সভাপতি ও চসিকের মেয়র পদপ্রার্থী ডা. শাহাদাত হোসেন, নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও চসিকের মেয়র পদপ্রার্থী এম রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি মোহাম্মদ আলী, বিএফইউজের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।  

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিইউজের সাবেক সভাপতি এম নাসিরুল হক, বিএফইউজের সাবেক সহ-সভাপতি আবু তাহের মুহাম্মদ, সাবেক যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসীন চৌধুরী, সিইউজের সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, এনটিভির ব্যুরো প্রধান শামসুল হক হায়দারী, একাত্তর টিভির ব্যুরো প্রধান মাঈনুদ্দিন দুলাল, জেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, গ্রন্থাগার সম্পাদক রাশেদ মাহমুদ, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু, আপ্যায়ন সম্পাদক আইয়ুব আলী, সিইউজের যুগ্ম সম্পাদক সবুর শুভ, অর্থ সম্পাদক কাশেম শাহ, সমকালের ব্যুরো প্রধান সরোয়ার সুমন, দেশ টিভির ব্যুরো প্রধান আলমগীর সবুজ, বিডিনিউজটোয়েন্টিফোর.কমের ব্যুরো প্রধান  মিন্টু চৌধুরী, দীপ্ত টিভির ব্যুরো প্রধান লতিফা আনসারী রুনা, সিইউজের প্রতিনিধি ইউনিট প্রধান সাইদুল ইসলাম, বণিক বার্তার ডেপুটি ব্যুরো প্রধান সুজিত সাহা, রূপায়ন গ্রুপের এজিএম (বিক্রয়) মিজানুর রহমান, এজিএম গিয়াস উদ্দিন, পিটুপি’র ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আশরাফুল ইসলাম আলভী, সংগীত শিল্পী অজয় চক্রবর্তী প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।