ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবি কর্মচারী ইউনিয়নের কর্মবিরতি ঘোষণা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
চবি কর্মচারী ইউনিয়নের কর্মবিরতি ঘোষণা লোগো।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: অধিকাল ভাতা পুনরায় চালুসহ তিন দফা দাবিতে ৩দিন কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্মচারী ইউনিয়ন।

সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন চবি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আব্দুল হাই।

 

তিনি বলেন, স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে পদোন্নতি, ৪টি উচ্চতর গ্রেড বহাল ও অধিকাল ভাতা (নির্ধারিত সময়ে দায়িত্ব পালনের পর অতিরিক্ত সময়কাল পর্যন্ত দায়িত্বরত থাকা) পুনরায় চালুর দাবিতে গত ১৭ ডিসেম্বর মানববন্ধন করেছি আমরা। চবি প্রশাসন কর্মচারী ইউনিয়নের ৩ দফা দাবির কোনও সুরাহা না করায় ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর ২ ঘন্টা করে (সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত) কর্মবিরতি পালন করবো।

 

তিনি বলেন, দীর্ঘদিন যাবত আমরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে। এ সময় সকল কর্মচারী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করবেন।  

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
এমএ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।