ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আইমারেস্ট লন্ডনের রিকগনাইজড স্পিকার নৌপ্রকৌশলী ড. সাজিদ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
আইমারেস্ট লন্ডনের রিকগনাইজড স্পিকার নৌপ্রকৌশলী ড. সাজিদ ড. সাজিদ হোসেন

চট্টগ্রাম: বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট, চার্টার্ড মেরিন ইঞ্জিনিয়ার ও নৌ-গবেষক ড. সাজিদ হোসেন লন্ডনের ইনস্টিটিউট অব মেরিন ইঞ্জিনিয়ারিং, সাইন্স অ্যান্ড টেকনোলজির (আইমারেস্ট) রিকগনাইজড স্পিকারের মর্যাদা অর্জন করেছেন।  

গত সোমবার (১৪ ডিসেম্বর) আইমারেস্টের সিনিয়র পলিসি ম্যানেজার ‘মারিয়া কুবুরা’ স্বাক্ষরিত একটি চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আইমারেস্টের যে সব সদস্য উচ্চমানের উপস্থাপনা দক্ষতা এবং কারিগরি বিষয় দর্শক-শ্রোতার সামনে সহজভাবে পৌঁছে দেওয়ার সামর্থ্য রাখে, তাদেরই দেওয়া হয় এ বিশেষ মর্যাদা। ড. সাজিদ হোসেন বাংলাদেশ, যুক্তরাজ্য, সুইডেন, জাপান, সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায় বিভিন্ন সেমিনারে এ পর্যন্ত ৩০টি গবেষণাপত্র উপস্থাপনা করেছেন; তিনি আইমারেস্ট লন্ডনের একজন ট্রাস্টি, ফেলো এবং কাউন্সিল মেম্বার।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।