চট্টগ্রাম: নগরের ডবলমুরিং থানার দেওয়ানহাটের বড়মিয়া গলির ঠান্ডা ফকিরের বাড়ি থেকে মেহেরুননেসা (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে স্থানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
ডবলমুরিং থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, জানে আলমের মেয়ে মেহেরুননেসা। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, পরিবারের লোকজন জানিয়েছে কিশোরী আত্মহত্যা করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ডিসেম্বর ২৯ ২০২০
এআর/টিসি