ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

গাড়ির ধাক্কায় যুবকের মর্মান্তিক মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
গাড়ির ধাক্কায় যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রাম: নগরে গাড়ির ধাক্কায় মো. রনি নামে ৩৫ বছর বয়সী এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে পতেঙ্গা থানাধীন ইস্টার্ন রিফাইনারির ভিতরে এই দুর্ঘটনা ঘটে।

 

রনির চাচাত ভাই সুমন বাংলানিউজকে বলেন, রনি নিজেই গাড়িটি চালাতো। গাড়ি চালু অবস্থায় অটোগিয়ারে রেখে কাজ করার সময় হঠাৎ নিজের গায়ের ওপর উঠে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, গাড়ির ধাক্কায় আহত রনি নামে এক যুবককে হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
এমএম/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।