চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হন।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সাতকানিয়ার কেঁওচিয়া ইউনিয়নের বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম মনির উদ্দিন।
দোহাজারী হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক বাংলানিউজকে বলেন, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয়। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তাদের আঘাত তেমন গুরুতর নয়।
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
এমএম/এমআর/টিসি