চট্টগ্রাম: নগরে টেম্পু উল্টে সিরাজুল ইসলাম নামে ২৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বায়েজিদ থানাধীন রৌফাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিরাজুল ইসলামের বাড়ি ভোলার লালমোহন উপজেলার বগিরচর এলাকায়। আতুরার ডিপো এলাকার আমিন কলোনীতে ভাড়া বাসায় থাকতেন তিনি।
বায়েজিদ থানার উপ পরিদর্শক (এসআই) নুর নবী বাংলানিউজকে বলেন, রৌফাবাদে একটি টেম্পু উল্টে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। এসময় আহত হয়েছে তিনজন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে। টেম্পুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালককে পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
এমএম/এসি/টিসি