ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বৃহস্পতিবার থেকে ৩০০ টাকায় বিদেশগামীদের করোনা পরীক্ষা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
বৃহস্পতিবার থেকে ৩০০ টাকায় বিদেশগামীদের করোনা পরীক্ষা 

চট্টগ্রাম: বিদেশগামীদের করোনা পরীক্ষার ফি ১ হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা করেছে স্বাস্থ্য বিভাগ। যা আগামী ৩১ ডিসেম্বর থেকে কর্যকর হবে।

বুধবার (৩০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।  

তিনি বাংলানিউজকে বলেন, আগে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার ফি ১ হাজার ৫০০ টাকা ছিল।

তা এখন ৩০০ টাকা ধার্য্য করা হয়েছে। আগামীকাল থেকে কার্যকর হবে।

এর আগে গত ১৭ ডিসেম্বর চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এক সভায় বিদেশগামীদের করোনা পরীক্ষার ফি কমানোর কথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
এমএম/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad