ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চসিক কাউন্সিলর প্রার্থীর মৃত্যু, নির্বাচন স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
চসিক কাউন্সিলর প্রার্থীর মৃত্যু, নির্বাচন স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি তারেক সোলেমান সেলিম

চট্টগ্রাম: কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা সে বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান।

তিনি বাংলানিউজকে বলেন, প্রার্থী মারা যাওয়ার বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে।

সেখান থেকে সিদ্ধান্ত আসলে ব্যবস্থা গ্রহণ করব। তবে ওই ওয়ার্ডের নির্বাচন স্থগিত হলেও মেয়র ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন পূর্ব নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।

ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৮ জানুয়ারি) দুপুর ২টায় ঢাকার ডেলটা হাসপাতালে মারা যান চসিকের ৩১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেক সোলেমান সেলিম। বিদেশে চিকিৎসা শেষে ঢাকার ওই হাসপাতালে তার চিকিৎসা চলছিল। মঙ্গলবার (১৯ জানুয়ারি) বেলা ২টায় চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে জানাজা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়:  ১০১৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।