চট্টগ্রাম: পহেলা ফাল্গুন উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি রোববার নগরের পাহাড়তলী আমবাগান রেলওয়ে জাদুঘর সংলগ্ন শেখ রাসেল পার্কে বসন্ত উৎসবের আয়োজন করেছে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম।
নিবিড় অন্তরতর বসন্ত এলো প্রাণে- শিরোনামে উৎসবের আনুষঙ্গিকতা শুরু হবে সকাল ৮ টায়।
এছাড়া রবীন্দ্র, নজরুল, আধুনিক ও লোক গানের পরিবেশনায় থাকবেন প্রথিতযশা সংগীতশিল্পীরা।
সকালের অধিবেশন দুপুর ১২টায় শেষ হওয়ার পর বিকেল ৩টায় থাকছে উৎসব অঙ্গন থেকে বর্ণিল সাজে বসন্তবরণ শোভাযাত্রা। প্রাণের এ আয়োজনে বসন্তের আগমনী বার্তায় ছন্দময় আবহ ছড়িয়ে দিতে রয়েছে ঢাক ঢোলকের মুন্সিয়ানা পর্ব।
রাত ৮টা পর্যন্ত বসন্তের নান্দনিক আয়োজনে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম এর সভাপতি আবৃত্তিশিল্পী সোহেল আনোয়ার ও সাধারণ সম্পাদক এস এম আব্দুল আজিজ।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
এমআর/টিসি