ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শাহ আমানত বিমানবন্দরে মুজিব কর্নার উদ্বোধন 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
শাহ আমানত বিমানবন্দরে মুজিব কর্নার উদ্বোধন  ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ‘মুজিব কর্নার’ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৭ মার্চ) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্নার উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

এ সময় শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার মো. ফরহাদ হোসেন খানসহ সিভিল অ্যাভিয়েশন, বিভিন্ন এয়ারলাইন্সসহ বিমানবন্দরে কর্তব্যরত বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো. ফরহাদ হোসেন খান বাংলানিউজকে জানান, টার্মিনাল ভবনের দোতলায় আন্তর্জাতিক বহির্গমন এলাকার পাশে মুজিব কর্নার করেছি আমরা।

এখানে বঙ্গবন্ধুর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরা হয়েছে। রাখা হয়েছে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব বই, যাতে দেশি-বিদেশি যাত্রীরা অল্প সময়ে বঙ্গবন্ধুকে জানতে পারেন। পাশাপাশি প্রবাসীরাও দেশপ্রেমে উদ্বুদ্ধ হন।

বঙ্গবন্ধু কর্নার দিন দিন সমৃদ্ধতর করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।