ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের উন্নয়নে সোচ্চার ছিলেন খোরশেদ আলম: আ জ ম নাছির

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২১
চট্টগ্রামের উন্নয়নে সোচ্চার ছিলেন খোরশেদ আলম: আ জ ম নাছির স্মরণসভায় বক্তব্য দেন আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম: সমাজের শক্তিকে প্রগতির পক্ষে চালিত করার জন্য আমৃত্যু কাজ করেছেন সংগঠক খোরশেদ আলম। তিনি ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী।

জীবনের ঝুঁকি নিয়ে দুঃসময়ে মাঠে থেকে কাজ করেছেন। চট্টগ্রাম নগরের উন্নয়নে তিনি ছিলেন সোচ্চার।
তার রেখে যাওয়া আদর্শ ধারণ করে নতুন প্রজন্মকে সাংগঠনিক পথযাত্রায় এগিয়ে চলতে হবে।  

সংগঠক খোরশেদ আলমের প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথি সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন এসব কথা বলেন।   

শুক্রবার (২ এপ্রিল) চট্টগ্রাম নাগরিক উদ্যোগের আয়োজনে স্মরণসভা ও দোয়া মাহফিল কদম মোবারক জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

এর আগে দুপুরে এই সংগঠকের বাসায় যান আ জ ম নাছির উদ্দীন। তিনি মরহুমের সন্তান ও পরিবারের খোঁজখবর নেন। খোরশেদ আলমের দুই শিশু সন্তানের পড়ালেখা অব্যাহত রাখার জন্য তিনি উৎসাহ দেন।

চট্টগ্রাম নাগরিক উদ্যোগের আহ্বায়ক ও চট্টগ্রাম মেডিক্যাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে স্মরণসভা ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন কদম মোবারক শাহী জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. ইকরাম হোসাইন।  

আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ-সভাপতি শফর আলী, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, মহানগর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ঈসা, বেলাল আহমেদ, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম, মহানগর পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুমন দেবনাথ, আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান চৌধুরী, যুবনেতা সাখাওয়াত হোসেন সাকু, জসীমউদ্দীন মিঠুন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইয়াসির আরাফাত, নাসিরুদ্দিন কুতুবী, সংগঠক সায়েম উদ্দিন, গ্রাফিক্স ডিজাইনার সালামত উল্লাহ, সংগঠক আদনান তাহি, অলক শুভ্র প্রমুখ।
 
সভাপতির বক্তব্যে সাংবাদিক নেতা রিয়াজ হায়দার চৌধুরী বলেন, খোরশেদ আলম চট্টগ্রাম নাগরিক উদ্যোগের সমন্বয়কারী হিসেবে শুধু নয় সাংস্কৃতিক রাজনৈতিক দায়বদ্ধতা থেকেও নানা ইস্যুতে সক্রিয় ছিলেন। তার মতো নিবেদিতপ্রাণ সংগঠককে স্মরণ করে এগিয়ে যেতে পারলেই নতুন প্রজন্মের  সাংগঠনিক সফলতা আসবে।  

বিকেলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক খোরশেদ আলমের চৈতন্য গলিস্থ কবরে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।  

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।