চট্টগ্রাম: নগরের আকবর শাহ থানাধীন বিশ্বকলোনিতে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র ও গুলিসহ মো.মামুন (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
আটক মো.মামুন সন্দ্বীপ উপেজেলার মুছাপুর এলাকার মৃত আবু বক্করের ছেলে।
র্যাব-৭ এর মিডিয়া অফিসার নুরুল আফসার বাংলানিউজকে জানান, রোববার (৪ এপ্রিল) রাত পৌনে ১টার দিকে আল হেরা মসজিদ সংলগ্ন ফারুক মার্কেটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক আসামি পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী। সে দীর্ঘদিন যাবৎ অস্ত্র ক্রয়-বিক্রয়সহ নিজে ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।
আসামি মামুনকে আকবর শাহ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান নুরুল আফসার।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২১
এসি/টিসি