ঢাকা, রবিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পিবিআই হেফাজতে সাবেক এসপি বাবুল আক্তার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, মে ১১, ২০২১
পিবিআই হেফাজতে সাবেক এসপি বাবুল আক্তার  ...

চট্টগ্রাম: মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের পর পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) হেফাজতে নেওয়া হয়েছে।  

মঙ্গলবার (১১ মে) সারাদিন বাবুল আক্তারকে  জিজ্ঞাসাবাদ করা হয় বলে বাংলানিউজকে জানিয়েছেন নাম অনিচ্ছুক পিবিআই’র এক কর্মকর্তা।

এরআগে সোমবার (১০ মে) মামলার বাদী হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য পিবিআই চট্টগ্রাম মেট্রো কার্যালয়ে ডেকে আনা হয় তাকে।  

এদিকে, বাবুল আক্তারকে গ্রেফতার করা হয়েছে কিনা জানতে রাত ৮ টা থেকে পিবিআই’র একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

তবে তারা জানান, ‘বাবুল আক্তার পিবিআইয়ের হেফাজতে রয়েছে। ’

প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন সকালে নগরীর পাঁচলাইশ থানার ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার অদূরে গুলি ও ছুরিকাঘাত করে খুন করা হয় মিতুকে। এই ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু মিতুর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন দাবি করে আসছিলেন, বাবুল আক্তারের পরিকল্পনায় ও নির্দেশে তার মেয়ে মিতুকে খুন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, মে ১১, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ