চট্টগ্রাম: সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি সাইদুল ইসলাম সিকদার প্রকাশ সাকু’র (৪৫) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৩ মে) বিকেল পৌনে চারটার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন শুনানি শেষে এই আদেশ দেন।
নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ বাংলানিউজকে বলেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর ৭ দিনের রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
নিখোঁজ কামরুল সিকদার প্রকাশ মুছা’র বড় ভাই সাইদুল ইসলাম সিকদার প্রকাশ সাকুকে রাঙ্গুনিয়ার রানীরহাট এলাকা থেকে বুধবার (১২ মে) রাত ৮টার দিকে গ্রেফতার করে র্যাব-৭।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রামের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বলেন, আসামি সাইদুলকে মিতু হত্যাকাণ্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। তার ভাই মুছা’র ব্যাপারে তথ্য জানার চেষ্টা চলছে।
মিতু হত্যাকাণ্ডে বাবুল আক্তারের দায়ের করা মামলার তদন্তে সাইদুল ও মুছা’র নাম এসেছিল। পরে সাইদুল গ্রেফতার হন এবং জামিনে মুক্তি পান।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মে ১৩, ২০২১
এসি/টিসি