ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জলদী ইয়ং সংসদের কমিটি গঠন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, মে ১৬, ২০২১
জলদী ইয়ং সংসদের কমিটি গঠন সভাপতি সুবল বড়ুয়া, কার্যকরী সভাপতি বাবুল বড়ুয়া ও সাধারণ সম্পাদক প্রণব বড়ুয়া।

চট্টগ্রাম: জলদী ইয়ং সংসদের কার্যনির্বাহী পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (১৪ মে) রাতে সংসদের সভাপতি প্রভাষক অসীম বড়ুয়ার সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক ব্যাংকার বাবুল কুমার বড়ুয়ার নির্দেশনায় ৩৫ সদস্য বিশিষ্ট জলদী ইয়ং সংসদের নতুন কার্যকরী পরিষদ (২০২১-২৩) গঠন করা হয়।

 

সভায় সর্বসম্মতিক্রমে ২ বছরের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে সাংবাদিক সুবল বড়ুয়া, কার্যকরী সভাপতি ব্যাংকার বাবুল বড়ুয়া ও সাধারণ সম্পাদক প্রণব বড়ুয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জিকু বড়ুয়া, উপন বড়ুয়া ও শুক্লধন বড়ুয়া। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে শিক্ষক বাবলু বড়ুয়া ও সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাজিব বড়ুয়া।

এছাড়া অর্থ সম্পাদক রিপুল বড়ুয়া ও রবি বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক রুপন বড়ুয়া ও বিজয় বড়ুয়া, সমাজসেবা সম্পাদক আপন বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক পিন্টু বড়ুয়া ও অজয় বড়ুয়া, ক্রীড়া সম্পাদক নিখিল বড়ুয়া ও অন্তর বড়ুয়া, আন্তর্জাতিক সম্পাদক শরণ বড়ুয়া ও নোবেল বড়ুয়া, দপ্তর সম্পাদক হৃদয় বড়ুয়া ও পূর্ণ বড়ুয়া, মহিলা সম্পাদিকা কলি বড়ুয়া ও লিজা বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক রাজেশ বড়ুয়া, ধর্মীয় সম্পাদক বসুমিত্র বড়ুয়া, আপ্যায়ন সম্পাদক বিদ্যুৎ বড়ুয়া ও সাগর বড়ুয়া, আইটি বিষয়ক সম্পাদক রাসু বড়ুয়া ও টিংকেল বড়ুয়া এবং কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন অধ্যাপক শ্যামল বড়ুয়া, শম্ভু বড়ুয়া, আশুতোষ বড়ুয়া, প্রভাষক অসীম বড়ুয়া, সিটু বড়ুয়া ও রনি বড়ুয়া।

উল্লেখ্য, ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত জলদী ইয়ং সংসদ বাঁশখালীর উত্তর জলদী গ্রামের শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক উন্নয়নমূলক কাজ করে আসছে।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, মে ১৬, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।