ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৫, মে ২৫, ২০২১
চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা  ...

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. মো. ইসমাইল খান দ্বিতীয় মেয়াদে নিয়োগ পাওয়ার পর একাডেমিক কাউন্সিলের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (২৫ মে) বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে উপাচার্য অধ্যাপক ডা. মো ইসমাইল খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

 

একাডেমিক কাউন্সিলের সদস্য বিভিন্ন অনুষদের ডিন ও অধ্যক্ষদের মধ্যে অধ্যাপক ডা. শাহানা আখতার, অধ্যাপক ডা. প্রদীপ কুমার দত্ত, অধ্যাপক ডা. আকরাম পারভেজ, অধ্যাপক ডা. মো. আমির হোসেন, অধ্যাপক ডা. মোস্তফা কামাল আজাদ, অধ্যাপক ডা. এসএম মোস্তাক আহমেদ , অধ্যাপক ডা. আব্দুস সালাম, সহযোগী অধ্যাপক ডা. হাফিজুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. মনোয়ার-উল -হক, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ( ভারপ্রাপ্ত ) ডা. হাসিনা নাসরিন, উপ-কলেজ পরিদর্শক ডা. আইরিন সুলতানা, উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া সভায় উপস্থিত ছিলেন।  

সভায় মেডিক্যাল শিক্ষার্থীদের পেশাগত পরীক্ষা ও  শিক্ষা কার্যক্রম করোনা ক্রান্তিকালে স্বাস্থ্যবিধি মেনে সুরক্ষা নিচ্চিত করে কীভাবে চলমান রাখা যায় তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত হয়।

 

এ ছাড়া চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. ইসমাইল খান দ্বিতীয় মেয়াদে নিয়োগ পাওয়ার পর একাডেমিক কাউন্সিলের প্রথম সভা শুরুর আগে বিশ্ববিদ্যালয়ে চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, মে ২৯, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।