ঢাকা, শনিবার, ১৫ চৈত্র ১৪৩১, ২৯ মার্চ ২০২৫, ২৮ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৫ জন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, মে ২৭, ২০২১
চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৫ জন  ...

চট্টগ্রাম: নগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন।  

বুধবার (২৬ মে) দিবাগত রাত আড়াইটার দিকে বন্দর থানাধীন প্রিপোর্ট কলসী দিঘীর পাড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

দগ্ধরা হলেন- মো. রায়েল (৩০), নাজু (২৮), মো. শিপন(৩০), লামিয়া৩),  জিহাদ(৬)

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বাংলানিউজকে বলেন, রাত তিনটার দিকে আগুনে দগ্ধ একই পরিবারের ৫ সদস্যকে হাসপাতালে নিয়ে আসা হয়। তারা বর্তমানে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

 

চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমদ বাংলানিউজকে বলেন, গতরাতে ভর্তি হওয়া আগুনে দগ্ধ ৫ জনের মধ্যে শিশু দুটি শঙ্কামুক্ত রয়েছে। তবে অন্য তিন জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বার্নের পরিমাণ বেশি এবং শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, মে ২৭, ২০২১
এমএম/এসি/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।