চট্টগ্রাম: দেশের অর্থনীতি সচল রাখতে বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন এবং চিটাগাং ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন ইতিবাচক ভূমিকা রাখবে।
সোমবার (৩১ মে) দুই সংগঠনের নেতারা সৌজন্য সাক্ষাৎকালে এ প্রত্যয়ের কথা জানান।
আলোচনা শেষে বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ চিটাগাং ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আকতার হোসেন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন চৌধুরী বাচ্চুকে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান।
আলোচনায় অংশ নেন সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু, কাস্টমস বিষয়ক সম্পাদক ওবাইদুল হক আলমগীর, শিপিং অ্যাসোসিয়শনের ওসমান গনি চৌধুরী, মোহাম্মদ আজফার আলি, আসিফ ইফতেখার হোসেন, এসএম এনামুল হক, মো. জিয়াউল কাদের, সাজ্জাদুর রহমান, হিদুল মোস্তফা চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জুন ০১, ২০২১
এআর/টিসিৎৎ