ঢাকা, মঙ্গলবার, ২ পৌষ ১৪৩১, ১৭ ডিসেম্বর ২০২৪, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দেশের অর্থনীতি সচল রাখতে শিপিং ও সিঅ্যান্ডএফ এজেন্ট কাজ করবে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, জুন ১, ২০২১
দেশের অর্থনীতি সচল রাখতে শিপিং ও সিঅ্যান্ডএফ এজেন্ট কাজ করবে ...

চট্টগ্রাম: দেশের অর্থনীতি সচল রাখতে বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন এবং চিটাগাং ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন ইতিবাচক ভূমিকা রাখবে।  

সোমবার (৩১ মে) দুই সংগঠনের নেতারা সৌজন্য সাক্ষাৎকালে এ প্রত্যয়ের কথা জানান।

দুই অ্যাসোসিয়েশনের মধ্যে বিদ্যমান সমস্যা ভবিষ্যতে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা বিষয়ে ঐকমত্যে পৌঁছেন তারা।

আলোচনা শেষে বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ চিটাগাং ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আকতার হোসেন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন চৌধুরী বাচ্চুকে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান।

 

আলোচনায় অংশ নেন সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু, কাস্টমস বিষয়ক সম্পাদক ওবাইদুল হক আলমগীর, শিপিং অ্যাসোসিয়শনের ওসমান গনি চৌধুরী, মোহাম্মদ আজফার আলি, আসিফ ইফতেখার হোসেন, এসএম এনামুল হক, মো. জিয়াউল কাদের, সাজ্জাদুর রহমান, হিদুল মোস্তফা চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জুন ০১, ২০২১
এআর/টিসিৎৎ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।