চট্টগ্রাম: কর্ণফুলী থানার ভেল্লাপাড়া এলাকা থেকে ১১ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ রানাকে গ্রেফতার করেছে র্যাব-৭।
সোমবার (২৮ জুন) বিকেলে বাংলানিউজকে বিষয়টি জানান কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।
থানা সূত্রে জানা যায়, রোববার (২৭ জুন) দুপুরে ভেল্লাপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র্যাব-৭।
ওসি দুলাল মাহমুদ বাংলানিউজকে বলেন, ১১ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ পুলিশের এসআই মো. মাসুদ রানাকে আটক করেছে র্যাব। এ ঘটনায় মাদক আইনে থানায় মামলা হয়েছে। সোমবার ( ২৮ জুন) সকালে মাসুদ রানাকে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, জুন ২৮,২০২১
এমএম/টিসি