চট্টগ্রাম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ইন্দিরা গান্ধী, জাতীয় চার নেতা ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এবং দেশের বিশিষ্টজনদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের রুপচান্দ নগর গ্রামে স্মৃতিবৃক্ষ রোপণের ঘোষণা দিয়েছে 'বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে আন্তর্জাতিক কমিটি'।
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, রাউজান থানা আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা, ১১ নম্বর পশ্চিম গুজরা ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউনিয়ন পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান এবং যুদ্ধকালীন মুজিব বাহিনী প্রধান মুক্তিযোদ্ধা একে ফজলুল হক চেয়ারম্যানের ৮৯তম জন্মদিন উপলক্ষে কর্মসূচি প্রণয়নকল্পে স্থানীয় তরুণদের সঙ্গে আমরা করবো জয় এর মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
শুক্রবার (৯ জুলাই) হজরত ওচমান আলী মাস্টার (র.)-এর বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত সভায় কমিটির কেন্দ্রীয় মহাসচিব ও ডাব্লিউএসও'র সিইও লেখক-সাংবাদিক শওকত বাঙালি বলেছেন, প্রকৃতির অভিশাপ থেকে মুক্তি পেতে বৃক্ষরোপণের বিকল্প নেই।
বৃক্ষরোপণের মতো মহৎ কর্মসূচিকে অনন্য রূপ দিতে স্থানীয় মুরব্বিদের সম্মানে স্মৃতিবৃক্ষ রোপণের আহবান জানিয়ে তিনি বলেন, তারুণ্যের শক্তি অপরাজেয়।
বৃক্ষবান্ধব এবং মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের অংশগ্রহণসহ সহযোগিতা কামনা করে একটি সংস্কারমুক্ত, অসাম্প্রদায়িক, মেধাবী তারুণ্যের সমন্বয়ে সংঘবদ্ধ হয়ে অন্যায়-অবিচারের বিরুদ্ধে স্থানীয় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সমাজসেবক, সাবেক ব্যাংক কর্মকর্তা মো. এনামুল হকের সভাপতিত্বে ও আইন কলেজ ছাত্রলীগ নেতা কামরুল আলম মিন্টু সিকদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ওয়েল গ্রুপের জিএম মো. শওকত নোমান বাবু। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. মঈনুল হক, নিউ উড-ফেয়ার'র স্বত্বাধিকারী শওকত জামান, রাউজান কণ্ঠ সম্পাদক শিরিন হক, চবির হিসাব নিয়ামক দফতরের কর্মচারী শাহীন শওকত তাহা। আলোচনায় অংশ নেন তরুণ সমাজকর্মী মাসুক হোসেন মাসুদ, মো. সাইফুল আলম, মীন হাসান, শুকলাল দাস প্রমুখ।
সভায় মরহুমের সন্তান শওকত বাঙালি কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে রয়েছে- রাউজানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ও পাঠাগারে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ, বিভিন্নস্থানে স্মৃতিবৃক্ষ রোপণ এবং দুস্থদের ত্রাণ বিতরণ।
প্রধান অতিথি শওকত নোমান বৃক্ষরোপণের মাধ্যমে এ অনন্য উদ্যোগে শামিল হতে তরুণদের আহ্বান জানিয়ে বলেন,এতে সবুজ গ্রামের সঙ্গে মনও সবুজাভ হয়ে উঠবে।
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, জুলাই ০৯, ২০২১
এমএম/টিসি