ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সড়কে গণপরিবহন, নেই স্বাস্থ্যবিধি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, জুলাই ১৫, ২০২১
সড়কে গণপরিবহন, নেই স্বাস্থ্যবিধি  ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: লকডাউনের ১৭ দিন পর চট্টগ্রামে সড়কে নেমেছে গণপরিবহন। এতে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।

তবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা থাকলেও বেশিরভাগ গণপরিবহনে তা মানা হচ্ছে না।  

বৃহস্পতিবার (১৫ জুলাই) চট্টগ্রামের বিভিন্ন সড়ক ঘুরে দেখা মেলে এমন চিত্র।

 

একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মজীবী কামাল উদ্দিন বলেন, গণপরিবহন চালু থাকলে আমাদের জন্য ভালো। কিন্তু গাড়িতে কোনো সামাজিক দূরত্ব নেই। যে যেভাবে পারছে বসে পড়ছে। চালক-হেলপারও এ বিষয়ে উদাসিন।


পোশাক কারখানার শ্রমিক আঁখি আখতার বলেন, লকডাউনের দিনগুলোতে কষ্ট করে যেতে হয়েছে কর্মস্থলে। সাধারণ মানুষের জন্য গণপরিবহন খুবই জরুরি। এটি বন্ধ থাকলে গন্তব্যে যেতে পোহাতে হয় দুর্ভোগ।  

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অলি আহমদ বাংলানিউজকে বলেন, লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় শ্রমিকরা আর্থিক কষ্টে দিন পার করছে। আয় না থাকলে আমাদের পরিবার চালাতে হিমশিম খেতে হয়। সীমিত পরিসরে হলেও গণপরিবহন চালু রাখার দাবি জানাচ্ছি। প্রয়োজনে দুই সিটে একজন করে বসিয়ে যাত্রী পরিবহন করতে চাই।  

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, জুলাই ১৫, ২০২১
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।