ঢাকা, শনিবার, ১৪ চৈত্র ১৪৩১, ২৯ মার্চ ২০২৫, ২৮ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

এক বছরে মৃত্যুর মিছিলে চবি’র ১১ জন শিক্ষক 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০২১
এক বছরে মৃত্যুর মিছিলে চবি’র ১১ জন শিক্ষক  মৃত্যুবরণকারী শিক্ষকরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: গত এক বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১১ জন শিক্ষক ও তিন গুণীজন মৃত্যুবরণ করেছেন। চলতি জুলাই মাসেই মারা গেছেন ৬ জন।

 

গত বছর ৩০ মে চবির আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক সাবরিনা ইসলাম সুইটি করোনা উপসর্গ নিয়ে মারা যান। ২৯ জুলাই করোনা আক্রান্ত হয়ে মারা যান চবি উপাচার্য অধ্যাপক ড শিরীন আখতারের স্বামী বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) লতিফুল আলম।

এরপর ৬ আগস্ট চবি গণিত বিভাগের অধ্যাপক শফিউল আলম তরফদার (৫৪) করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ২৬ সেপ্টেম্বর করোনা আক্রান্ত হয়ে চবির সাবেক উপাচার্য অধ্যাপক এ জে এম নূরুদ্দীন চৌধুরী মৃত্যুবরণ করেন। ২৮ অক্টোবর চবির সাবেক অধ্যাপক ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি খান তৌহিদ ওসমান মৃত্যুবরণ করেন।

চলতি বছর ৭ ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চবির সাবেক রেজিস্ট্রার ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হুদা মারা যান। ১২ মার্চ করোনা আক্রান্ত হয়ে চবির ফাইন্যান্স বিভাগের সাবেক অধ্যাপক আ. ন. ম. আব্দুল মুক্তাদির মৃত্যুবরণ করেন। ২৪ জুন চবির সাবেক উপাচার্য ও প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ আলী চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। ৪ জুলাই চবির বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. খালেদা হানুমের মৃত্যু হয়।

১৯ জুলাই চবি কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাকালিন চেয়ারম্যান, পদার্থ বিজ্ঞান অনুষদের ডীন, সাবেক ভিসি, বিজিসি ট্রাস্ট ও সদ্য অবসরপ্রাপ্ত সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর নুরুল মোস্তফা ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। একইদিন চবি জাদুঘরের সাবেক কিউরেটর প্রত্নতত্ত্ববিদ ড. শামসুল হোসাইন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

২২ জুলাই করোনা আক্রান্ত হয়ে বাংলা ভাষার গুরুত্বপূর্ণ গবেষক, সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ভূঁইয়া ইকবাল মারা যান। ২৩ জুলাই ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান চবির আধুনিক ভাষা ইনস্টিটিউটের প্রভাষক বাসবী বড়ুয়া। সর্বশেষ গত ২৪ জুলাই চবির ইতিহাস বিভাগের সুপারনিউমারারি অধ্যাপক ড. ইমরান হোসেন মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ২৮, ২০২১
এমএ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।