ঢাকা, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সহানুভূতিকে পুঁজি করে অন্তঃসত্ত্বা রাবেয়ার চুরি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, আগস্ট ২, ২০২১
সহানুভূতিকে পুঁজি করে অন্তঃসত্ত্বা রাবেয়ার চুরি রাবেয়া আক্তার নেহা

চট্টগ্রাম: আট মাসের অন্তঃসত্ত্বা রাবেয়া আক্তার নেহা (২৩)। কিন্তু শারিরীক এ অবস্থাতেও চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন তিনি।

চার মাস আগে আরও একবার একই অপরাধে গ্রেফতার হন রাবেয়া। অন্তঃসত্ত্বা অবস্থায় পুলিশের হাতে  দুইবার গ্রেফতার হলেও এলাকাবাসীর হাতে ধরা পড়েন আরও চারবার।

কিন্তু প্রতিবারই এই ‘অন্তঃসত্ত্বা’ থাকার জন্য সহানুভূতি পান তিনি। তবে সেই সহানুভূতিকে পুঁজি করেই তিনি চুরি করেছেন কমপক্ষে আরও চারবার। এবারও তাকে কেউ সন্দেহ না করলেও সিসিটিভি ফুটেজে ধরা পড়ে যায় তার চুরি।

সোমবার (২ আগস্ট) সকালে ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ মৌলভীপাড়া মানিক ম্যানশন থেকে তাকে গ্রেফতার করা হয়।  

ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বাংলানিউজকে বলেন, রাবেয়া চট্টগ্রামের অন্যতম শীর্ষ চোর। তিনি চুরি করেন খুবই ভোরে। সে সময় অনেকে নামাজ পড়তে যায়, অনেকে ব্যায়াম করতে যায়। তাই অনেক বাসা অসাবধানতাবশত খোলা থাকে। তখনই তিনি চুরি করে পালিয়ে যান।  

জিজ্ঞাসাবাদে রাবেয়া জানায়, তিনি এই কায়দায় শতাধিক চুরি করেছেন। অধিকাংশ ক্ষেত্রেই ধরা না পড়ায় তার বিরুদ্ধে মামলা মাত্র ৪টি। পুরো চট্টগ্রামেই তিনি চুরি করেন। বর্তমানে তিনি আট মাসের অন্তঃসত্ত্বা। এটা তার চুরিতে বাধা হওয়ার কথা থাকলেও তিনি এটাকেই করেছেন পুঁজি। গর্ভবতী হওয়ায় সহজেই কেউ সন্দেহ করে না। আবার ধরা পড়ে গেলেও আলাদা সহানুভূতি কাজ করে। তাই এ অবস্থায়ও তিনি চুরি থামাননি। এই সময়ে চুরি করেছেন ৮ বার।  সর্বশেষ চার মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় গত মার্চে ডবলমুরিং থানায় গ্রেফতার হন রাবেয়া।  

সোমবার (২ আগস্ট)  ভোরে মানিক ম্যানশনে একটি বাসা থেকে মোবাইল ও কাপড় চুরি হয়। পরে এলাকাবাসী সিসিটিভি ফুটেজে রাবেয়াকে শনাক্ত করে ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ তাকে আটক করে এবং চুরিকৃত মালামাল উদ্ধার করে। রাবেয়ার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, আগস্ট ০২, ২০২১
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।