ঢাকা, মঙ্গলবার, ২ পৌষ ১৪৩১, ১৭ ডিসেম্বর ২০২৪, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

করোনা: চট্টগ্রামে নতুন শনাক্ত ১২৭৩, মৃত্যু ১০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, আগস্ট ৩, ২০২১
করোনা: চট্টগ্রামে নতুন শনাক্ত ১২৭৩, মৃত্যু ১০ প্রতীকী ছবি

চট্টগ্রাম: চট্টগ্রামে প্রতিদিনই নতুন করে রেকর্ড গড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৭৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩৬ দশমিক ৮৯ শতাংশ। এদিন মারা গেছেন ১০ জন।
এর মধ্যে ৬ জন উপজেলা এলাকার এবং ৪ জন মহানগর এলাকার বাসিন্দা।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, এদিন নমুনা পরীক্ষা করা হয় ৩ হাজার ৪৫০টি। নতুন আক্রান্তদের মধ্যে ৮৩৫ জন মহানগর এলাকায় এবং ৪৩৮ জন উপজেলা এলাকার বাসিন্দা। উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হাটহাজারী উপজেলায়, ৯৬ জন। এ ছাড়া ফটিকছড়ি ও বোয়ালখালী উপজেলায় ৫৯ জন করে এবং রাঙ্গুনিয়া উপজেলায় ৪০ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন,  করোনা সংক্রমণ বেড়েই চলছে। রোগীর চাপে হাসপাতালগুলোতে শয্যা সংকট তৈরি হয়েছে। এ অবস্থায় সবাইকে সচেতন হতে হবে। অন্যথায় সংক্রমণের লাগাম টানা সম্ভব নয়।  

বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।