চট্টগ্রাম: চট্টগ্রামে প্রতিদিনই নতুন করে রেকর্ড গড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৭৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, এদিন নমুনা পরীক্ষা করা হয় ৩ হাজার ৪৫০টি। নতুন আক্রান্তদের মধ্যে ৮৩৫ জন মহানগর এলাকায় এবং ৪৩৮ জন উপজেলা এলাকার বাসিন্দা। উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হাটহাজারী উপজেলায়, ৯৬ জন। এ ছাড়া ফটিকছড়ি ও বোয়ালখালী উপজেলায় ৫৯ জন করে এবং রাঙ্গুনিয়া উপজেলায় ৪০ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, করোনা সংক্রমণ বেড়েই চলছে। রোগীর চাপে হাসপাতালগুলোতে শয্যা সংকট তৈরি হয়েছে। এ অবস্থায় সবাইকে সচেতন হতে হবে। অন্যথায় সংক্রমণের লাগাম টানা সম্ভব নয়।
বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২১
এমএম/টিসি