ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

টাকার বিনিময়ে টিকা, গ্রেফতার দুইজনের জামিন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
টাকার বিনিময়ে টিকা, গ্রেফতার দুইজনের জামিন  ফাইল ছবি

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) একটি টিকাদান কেন্দ্রে দায়িত্বরত বিষু দে নামে এক কর্মচারী টাকার বিনিময়ে বাসায় গিয়ে টিকা দেওয়ার ঘটনায় গ্রেফতার মো. হাসান ও মোবারক আলীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৬ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেস্ট হোসেন মোহাম্মদ রেজার আদালত এ জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বাংলানিউজকে বলেন, বাসায় টিকা দেওয়ার ঘটনায় গ্রেফতার মো. হাসান ও মোবারক আলীর জামিন আবেদন করা হয় আদালতে। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন।

গত বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেস্ট হোসেন মোহাম্মদ রেজার আদালতে মো. হাসান ও মোবারক আলীর ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

সরকারের গণটিকা কর্মসূচিতে গত ৭ আগস্ট চসিকের প্রতিটি ওয়ার্ডে তিনটি কেন্দ্রে ৯০০ জনকে টিকা দেওয়া হয়েছে। কিন্তু সিটি করপোরেশনের মোস্তফা হাকিম ডিগ্রি কলেজ টিকাকেন্দ্রে দায়িত্বরত বিষু দে গত ৭ আগস্ট দুপুরে জাকির হোসেন বাই লেনের জোনাব আলী ভবনে মোরশেদ আলীর বাসায় গিয়ে জনপ্রতি ১ হাজার টাকার বিনিময়ে হাসান ও তার বন্ধু সাজ্জাদকে টিকা দেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

নগরের খুলশী থানার জাকির হোসেন সড়ক থেকে গত রোববার রাতে ও সোমবার ভ্যাকসিন গ্রহীতা ও সহায়তাকারী মো. হাসান (৩৫) ও মোবারক আলীকে (৩৩) গ্রেফতার করা হয়। চসিকের স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা ‘সরকারি টিকা আত্মসাৎ করে অবৈধভাবে ব্যবহারের’ অভিযোগে দণ্ডবিধির ৩৭৯, ৪০৬ ও ৪২০ ধারায় ৪ জনকে আসামি করে খুলশী থানায় মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।