চট্টগ্রাম: নগরের পাঁচলাইশ থানাধীন নাসিরাবাদের ‘মেসার্স কুয়া ড্রিংকিং ওয়াটার’ নামের একটি পানি কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৩ আগস্ট) চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিএসটিআই বিভাগীয় অফিসের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
বিএসটিআই সূত্রে জানা গেছে, বিএসটিআই’র সিএম লাইসেন্স না নিয়েই ওই পানি কারখানায় ড্রিংকিং ওয়াটার উৎপাদন করা হচ্ছিল।
একই অভিযানে বাকলিয়ার মেসার্স পারভেজ এন্টারপ্রাইজ নামের একটি রড-সিমেন্টের দোকানে রডের ওজন কম দেওয়ায় বিএসটিআই’র ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা করা হয়ভ
নগর পুলিশের সহযোগিতায় এ অভিযানে অংশ নেন বিএসটিআই বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম) মো. আশিকুজ্জামান ও পরিদর্শক (মেট.) মোঃ জিল্লুর রহমান।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
এআর/টিসি