ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘কুয়া ড্রিংকিং ওয়াটার’কে ২৫ হাজার টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
‘কুয়া ড্রিংকিং ওয়াটার’কে ২৫ হাজার টাকা জরিমানা জেলা প্রশাসন ও বিএসটিআই’র অভিযান

চট্টগ্রাম: নগরের পাঁচলাইশ থানাধীন নাসিরাবাদের ‘মেসার্স কুয়া ড্রিংকিং ওয়াটার’ নামের একটি পানি কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  সোমবার (২৩ আগস্ট) চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিএসটিআই বিভাগীয় অফিসের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ।  

বিএসটিআই সূত্রে জানা গেছে, বিএসটিআই’র সিএম লাইসেন্স না নিয়েই ওই পানি কারখানায় ড্রিংকিং ওয়াটার উৎপাদন করা হচ্ছিল।

জারে ভরে ওই পানি বাজারজাত করছিল কারখানার উদ্যোক্তারা। তাই বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

একই অভিযানে বাকলিয়ার মেসার্স পারভেজ এন্টারপ্রাইজ নামের একটি রড-সিমেন্টের দোকানে রডের ওজন কম দেওয়ায় বিএসটিআই’র ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা করা হয়ভ

নগর পুলিশের সহযোগিতায় এ অভিযানে অংশ নেন বিএসটিআই বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম)  মো. আশিকুজ্জামান ও পরিদর্শক (মেট.) মোঃ জিল্লুর রহমান।  

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
এআর/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।