ঢাকা, সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

করোনা: চট্টগ্রামে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ২৯২  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
করোনা: চট্টগ্রামে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ২৯২   প্রতীকী ছবি।

চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৯২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এছাড়া মৃত্যু হয়েছে ৩ জনের।

বুধবার (২৫ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, এদিন অ্যান্টিজেন টেস্ট সহ চট্টগ্রামে ১০টি ল্যাবে ১ হাজার ৬৬৮টি নমুনা পরীক্ষা করা হয়।  

এদিন করোনা আক্রান্তদের মধ্যে ১৪৩ জন চট্টগ্রাম মহানগর এলাকার এবং ১৪৯ জন বিভিন্ন উপজেলার।

এছাড়া মৃত্যুবরণকারী ১ জন মহানগরের এবং ২ জন বিভিন্ন উপজেলার।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বাংলানিউজকে বলেন, এ পর্যন্ত মোট ১ হাজার ১৯৬ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্তের সংখ্যা মোট ৯৭ হাজার ৯৬২ জন। গত ২৪ ঘন্টায় রাউজানে সবচেয়ে বেশি ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।