ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চমেকের নালা থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
চমেকের নালা থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার চমেক হাসপাতাল

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল সংলগ্ন একটি নালা থেকে দুইটি নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।  মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে চমেক হাসপাতালের পরিচ্ছন্নকর্মীরা মরদেহ দুইটি হাসপাতালের মর্গে নিয়ে আসেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অনেক সময় প্রিম্যাচিউর বেবি, নবজাতকের মরদেহ চমেকের বিভিন্ন পাহাড়ে দাফন করা হয়।

এ ধরনের দুইটি নবজাতকের মরদেহ শেয়াল-কুকুর টেনে নালায় ফেলেছে হয়তো। বিষয়টি পাঁচলাইশ থানা পুলিশ খতিয়ে দেখছে।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।