ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কাপড়ের ঘোষণায় আনা বিদেশি সিগারেটের বড় চালান আটক বন্দরে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১
কাপড়ের ঘোষণায় আনা বিদেশি সিগারেটের বড় চালান আটক বন্দরে বন্দরে আটক সিগারেটের চালান।

চট্টগ্রাম: মিথ্যা ঘোষণায় আমদানি করা দুই কনটেইনার ইজিসহ বিভিন্ন ব্রান্ডের বিদেশি সিগারেট আটক করেছে চট্টগ্রাম কাস্টম হাউস কর্তৃপক্ষ। ‘ডায়েড ওভেন কটন ফেব্রিক্স’ ঘোষণায় কুমিল্লা ইপিজেডের বাংলাদেশ টেক্সটাইল অ্যান্ড কেমিক্যাল ফাইবার লিমিটেডের নামে চীন থেকে চালানটি বন্দরে আসে।

 

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দরের ১ নম্বর ইয়ার্ডে  ২০ ফুট দীর্ঘ কনটেইনার দুইটি খোলা হয়। চালানটি খালাসের দায়িত্বে ছিল চট্টগ্রামের হালিশহরের সিঅ্যান্ডএফ এজেন্ট আলমগীর অ্যান্ড সন্স লিমিটেড।

 

কাস্টম হাউসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার সহকারী কমিশনার রেজাউল করিম ২ কনটেইনার সিগারেট আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

তিনি জানান, দুই কনটেইনারে কী পরিমাণ সিগারেট রয়েছে তা ইনভেন্ট্রি করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।