চট্টগ্রাম: চট্টগ্রামের মানুষকে রক্তচক্ষু দেখিয়ে লাভ হবে না। সিআরবি বাঁচাও আন্দোলনেও জিতবে চট্টগ্রামের মানুষ।
রোববার (১৯ সেপ্টেম্বর) নাগরিক সমাজ চট্টগ্রামের উদ্যোগে ধারাবাহিক অবস্থান কর্মসূচি উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
তারা বলেন, সিআরবিতে প্রস্তাবিত হাসপাতালের জায়গাতে রয়েছে মুক্তিযুদ্ধে শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তান চাকসু জিএস আবদুর রবসহ নয়জন বীর মুক্তিযোদ্ধা শহীদের কবর। এসব কবরের ওপর ব্যক্তিমালিকানাধীন মুনাফামুখী হাসপাতাল শুধু নয় যেকোনো স্থাপনাই হবে মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননার শামিল। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখেছি। আমাদের পরিবেশবান্ধব নেত্রী কখনোই এখানে বাণিজ্যিক স্থাপনা হতে দেবেন না।
নাগরিক সমাজ চট্টগ্রামের কো চেয়ারম্যান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নাগরিক সমাজের সদস্যসচিব অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুস, ১৪ দলীয় জোট নেতা জসিম উদ্দীন বাবুল, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ইদ্রিস আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কবি হোসা্ইন কবির, আবৃত্তিকার রাশেদ হাসান, স্বপন মজুমদার, মোরশেদ আলম, ঋত্বিক নয়ন, প্রণব চৌধুরী, বনবিহারী চক্রবর্তী, মাহবুব রহমান, লেখক দিলরুবা খানম, বশির উল্লাহ লিটন, আরফাতুল মান্নান ঝিনুক, সজল দাশ, ডা. আরকে দাশ রোবেল, তাপস দে, মাইমুন উদ্দিন মামুন, সাজ্জাদ হোসেন জাফর প্রমুখ।
সঞ্চালনা করেন নগর কৃষক লীগ নেতা হুমায়ুন কবির মাসুদ। গান পরিবেশন করেন চট্টগ্রাম জেলা শিল্পকলার যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন কোহেল।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
এআর/টিসি