ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হত্যা মামলায় ২ জনের ফাঁসি, ২ জনের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
হত্যা মামলায় ২ জনের ফাঁসি, ২ জনের যাবজ্জীবন প্রতীকী ছবি

চট্টগ্রাম: পতেঙ্গা থানার আব্দুল নবী নামের একজনকে হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড, দুই আসামির যাবজ্জীবন ও চার আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে দ্বিতীয় অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মুহাম্মদ আমিরুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী এসএম মাসুদ হাসান।  

মৃত্যুদণ্ডে দণ্ডিতরা হলেন- বাদশা মিয়া (৫২) ও মহি উদ্দীন (৪১)।

যাবজ্জীবন দণ্ডিতরা হলেন- আব্দুল বারেক (৬১) ও হুমায়ুন কবির (৩৮)। দণ্ডিতরা হলেন- সাইদুল হক, খায়রুল আলম, জেসমিন আক্তার ও লিপি আক্তার।  

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৭ মে সন্ধ্যা ৭টার সময় পতেঙ্গা থানার কাঠগড় বাজারের পাশে সীমানা প্রাচীর নির্মাণের জেরে পূর্ব পরিকল্পিতভাবে আব্দুল নবীকে (২৬) হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছোটভাই জাহিদুল আলম বাদী হয়ে ২০১৫ সালের ১৮ মে পতেঙ্গা থানায় মামলা করেন। মামলার দায়রা নম্বর ০৪/০৬। ২০০৬ সালের ১৯ মার্চ মামলার অভিযোগ গঠন হয়।  

বাদী পক্ষের আইনজীবী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট চন্দন দাস বাংলানিউজকে বলেন, পতেঙ্গা থানার আব্দুল নবী হত্যার মামলায় বাদশা মিয়া ও মহি উদ্দীনকে মৃত্যুদণ্ড এবং আব্দুল বারেক ও হুমাইন কবিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সাইদুল হক ও খায়রুল আলমকে তিন বছরে সশ্রম কারাদণ্ড ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড। জেসমিন আক্তার ও লিপি আক্তারকে তিন মাসের কারাদণ্ড ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।