চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৮৯টি নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ৬০ শতাংশ।
শনিবার (১ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ৭টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।
নতুন আক্রান্ত ৮ জন মহানগর এলাকার ও ১ জন রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৬৪২ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ২৭১ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩৭১ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩২ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২২
এমআর/এসি/টিসি